আবহাওয়া বার্তায় ৩ বিভাগে সুখবর!

0
189

সারা দেশে জারি রয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সহসাই গরমের চোখ রাঙানি থেকে মুক্তি মিলছে না। তবে দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃষ্টির এ পূর্বাভাসের কথা জানানো হয়েছে।

এতে বলা বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এর পরবর্তী ৪৮ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here