নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর সুবর্নচর উপজেলার বেসরকারী এনজিও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থায় চাকুরীরত অবস্থায় প্রাণীসম্পদ কর্মকর্তা (চট্রগ্রাম ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যাবিদ্যালয় থেকে পাস করা) ডা. মহিন উদ্দিন ফারভেজ আজ ভোর চারটার সময় করোনা আক্রান্ত হয়ে ঢাকার মালিবাগের একটি বেসরকারী হসপিটালে মারা যান, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন। করোনা আক্রান্ত হওয়ার পর বিগত কয়েক দিন ঢাকার মালিবাগে একটি বেসরকারী হাসপাতালে কৃত্তিম শ্বাষযন্র লাগানো অবস্থায় ছিলেন।
