সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
প্রশ্ন : আমি কয়েক দিন আগে একটি কসম করেছিলাম যে আমি অমুক কাজ করব না। কিন্তু পরে আমি ওই কাজটি আবার করেছি। এখন আমার করণীয় কী?
উত্তর : কসম ভেঙে ফেললে কাফফারা দেওয়া আবশ্যক। কাফফারা হলো—১০ জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়াবে বা ১০ জন মিসকিনের প্রত্যেককে একেকটি সদকাতুল ফিতরের সমমূল্য দান করবে অথবা ১০ মিসকিনকে এক জোড়া করে কাপড় দান করবে। উপরোক্ত কোনোটির সামর্থ্য না থাকলে লাগাতার তিনটি রোজা রাখবে। (সুরা : মায়েদা, আয়াত : ৮৯)