টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে যেভাবে

0
382

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে লাক্কাতুরাস্থ সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

প্রতিটি ম্যাচের দিন এবং ম্যাচের দুদিন আগে নির্ধারিত কাউন্টারগুলোতে টিকিট পাওয়া যাবে।

টিকিটের মূল্য হার—

গ্রান্ড স্ট্যান্ড-১৫০০ টাকা

ক্লাব হাউস-৫০০ টাকা

ইস্টার্ন গ্যালারি-৩০০ টাকা

ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিনহিল এলাকা-২০০ টাকা

উল্লেখ্য, আগামী ১৪ জুলাই বাংলাদেশ-অফগানিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জুলাই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচ হবে দিবা-রাত্রির।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here