চুক্তি নামা
প্রথম পক্ষ – দাতা
মোহাম্মদ
পিং- –
সাং- চর আমানুল্যা, পোঃ চরবাটা, সাং- পোঃ চরবাটা,
সুবর্ণচর, নোয়াখালী।
আমি মোহাম্মদ দ্বিতীয় পক্ষ- অঙ্গীকার করিতেছি যে, আমার নগদ টাকার বিশেষ প্রয়োজন বিধায় আমার মালিকীয় দোকান ঘর খানা প্রথম পক্ষ ……. দেবনাথ এর কাছ থেকে ০০,০০০/= (পঁচিশ হাজার) টাকা মাসিক ০০,০০/= (সাতশত) টাকা ঘর ভাড়ায় চুক্তিতে আবদ্ধ হই। উলেখ থাকে যে, আমি দ্বিতীয় পক্ষ প্রতি মাসের ০৫ তারিখের মধ্যে উলেখিত ভাড়ার টাকা পরিশোধে বাধ্য থাকিব। আরো উলেখ থাকে যে, ০০০০/= (একশত) টাকা স্ট্যাম্প মূল্যে চুক্তিপত্রে পার্শ্বে স্বাক্ষরিত স্বাক্ষীগণের মোকাবিলায় স্বাক্ষর প্রদান করিলাম। আমি দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের টাকা পরিশোধ করিলে আমার স্বাক্ষরিত স্ট্যাম্প ফেরৎ দিতে বাধ্য থাকিবে। উলেখিত টাকা পরিশোধে কোন প্রকার গড়িমসি করলে প্রথম পক্ষ আমার বিরুদ্ধে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা করিলে এতে আমার বা আমার কোন অলি ওয়ারিশানগনের কোন প্রকার ওজর আপত্তি সর্বাদালতে অগ্রাহ্য বলে বিবেচিত হইবে।
আমি স্বজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, কারো প্ররোচনায় পরোচিত না হয়ে অত্র স্ট্যাম্প এ স্বাক্ষর প্রদান করিলাম। ইতি…
সংযুক্তঃ স্বাক্ষরিত ১০০ (একশত টাকা) সাদা স্ট্যাম্প একটি। গ্রহীতার স্বাক্ষর
তারিখ:
উল্লেখ্য যে ফরমেট এর বাম পাশে খালি জায়গাই সাক্ষীগনের নাম, পিতা, ঠিকানা হবে ১,২,৩ নাম্বার সাক্ষী । প্রথম পক্ষ দাতা – বাম পাশে হবে এবং ডান পাশে দ্বিতীয় পক্ষ গ্রহীতা হবে
চুক্তি নামা পৃষ্ঠা সেটআপের হবে
পাতাঃ
প্রস্থঃ ৮.৫
উচ্চতাঃ ১৩.৫
প্রান্তিক/ মার্জিন
উপরঃ ১.৫ । নিচঃ ০.৫
বামঃ ২.৫ । ডানঃ ০.৫