ফের অবরোধ ঘোষণা বিএনপির

0
272

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ফের দশম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়াও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এ কর্মসূচিতে সারা দেশে সড়কপথ-রেলপথ-নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এছাড়াও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম-খুন, গ্রেফতার নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা করেন। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে শেষ হবে। যা এখনও চলমান রয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে এ নিয়ে নবম দফা অবরোধ কর্মসূচি পালন করছে তারা। অবশ্য এর মধ্যে তারা কয়েক দফা হরতালও পালন করেছে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে। সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন হবে।

প্রসঙ্গত, ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে অবরোধ পালন করে যাচ্ছে বিএনপিসহ সমমনারা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here