জি এইচ কাজল
সড়ক নিয়ে মাথা নষ্ট
করছেন কেন ভাই?
আসুন তবে ভালো হবে
পায়ে হেটে যাই।
অনিয়মের যাতা-কলে
মগের মুল্লুক দেশ !
করোনার দোহাই দিয়ে
বলবে রাস্তার বাজেটও শেষ।
নেতাজিরা চলেন নাকি
বিকল্প কোন রাস্তায়,
আগের মতো পেট ভরেনা
খাসেরহাটের নাস্তায়।
চলুন তবে চুপ থাকি
যা হবার তাই হোক,
কর্তার ইচ্ছাই কৃত্তন
দেখুক দেশের লোক।