প্রথমে পানি দিয়ে মুখ ভিজিয়ে নিন। এরপর হাতে পরিমাণ মতো মধু নিয়ে সারা মুখে ম্যাসাজ করুন পাঁচ মিনিট। তারপর ধুয়ে ফেলুন মুখ। এভাবে মধু ব্যবহার করলে সাত দিনেই মুখের ত্বকে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
এজন্য মুখ পরিষ্কারের জন্য প্রাকৃতিক ফেসওয়াশ হিসেবে কাজ করে মধু। বিশেষজ্ঞরা বলছেন, খাঁটি মধুই হয়ে উঠতে পারে ফেসওয়াশের বিকল্প। কারণ মধুতে রয়েছে প্রোটিনের সম্ভার, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং মিনারেল। এটি ত্বকে জমে থাকা ক্ষতিকর মাইক্রোব দূর করে। সেই সঙ্গে ত্বক আর্দ্র রাখতেও সাহায্য করে। জেনে নিন কীভাবে মধু দিয়ে মুখ পরিষ্কার করবেন