অনলইন ডেস্ক: এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে আজ। কাগিরির শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৮ জুন পর্যন্ত ও মাদ্রসা শিক্ষকরা ৩জুন পর্যন্ত বেতন-ভাতার সরকারী অংশের টাকা তুলতে পারবেন।
মাদরাসার এমপিও আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-১৮৫ তারিখ: ২০-৫-২০২০
কারিগরির এমপিও আদেশের স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৯-৩৮৫,৩৮৬,৩৮৭,৩৮৮ তারিখ : ২৭-৫-২০২০