বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং নাজিয়া হাসান অদিতির ৯ বছরের সংসার ভেংগে যায় গত কয়েকদিন পূর্বে। এরপরই সামনে এলো আরো একটি বিয়ের খবর। কিন্তু এবার সে বিয়েতে অপূর্বের পাত্রী মেহজাবিন।
তবে অপূর্ব-মেহজাবিনের বিয়ে বাস্তবে নয়, ক্যামারের সামনে। ‘বিয়ে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় এ জুটি। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
একটি বিয়ে গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সেই গল্পে কি সত্যিই বিয়ে হয় অপূর্ব ও মেহজাবিনের! নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া! জানা যাবে নাটকটি দেখলেই।
আগামীকাল শুক্রবার (২৯ মে) বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ৩৫মিনিটে স্বল্প বিরতির নাটক হিসেবে প্রচার হবে এটি।
অপূর্ব-মেহজাবিন জুটির অনেক নাটক দর্শক নন্দিত হয়েছে। এরই মধ্যে ২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটকটি বেশ আলোচিত হয়ছে।