সস্তা প্রেমের সস্তা দশা এটাই সত্য কথন
সস্তা প্রেমে পরস্পরের থাকেনা কোন যতন।
সস্তা প্রেমের সস্তা আলাপ স্বল্প সময়ে
সস্তা ভাবেই রাস্তাঘাটে দেখা হয় অসময়ে।
সস্তা প্রেমের নষ্ট আলাপ চলে কিছুক্ষণ
সস্তা প্রেমের ভালোবাসায় মিথ্যে অভিমান।
সস্তা প্রেমের অভিমানে থাকে কু মতলব
সস্তা প্রেমের সস্তা প্রেমিক ভক্ষণ করে সব।
সস্তা প্রেমের মানে হলো দেহ আদানপ্রদান
সস্তা প্রেমে মন দেখেনা, দেহ করে ভক্ষণ।
সস্তা প্রেমের খেসারতে মরণ ও হতে পারে
সস্তা প্রেমের ফাঁদে পড়ে আত্মহত্যা করে।
সস্তা প্রেমের নষ্টামিতে জীবন হয় ছারখার
সস্তা প্রেমিক বহুজনে প্রেম করে বারবার।
সস্তা প্রেমের স্থায়িত্ব কাল খুবই স্বল্প কালের
সস্তা প্রেমিক হয়না কভু শুধুই একজনের।
সস্তা প্রেমিক নতুন রূপে নতুন প্রেমিকা খুঁজে
সস্তা প্রেমের প্রেম ও হয়, বুঝে না বুঝে!!
সস্তা প্রেমিক যাকে তাকে প্রেমের প্রস্তাব দেয়
সস্তা ভাবেই প্রেমিকের সব লুটেপুটে নেয়।
সস্তা প্রেমের জীবনটা হয় বড়ই জ্বালাময়
সস্তা প্রেমিক ঘরে বাইরে কারো আপন নয়।
সস্তা প্রেমের ফাঁদে পড়ে কেউ করোনা ভুল
সস্তা প্রেমে ডুবলে তবে, দিতে হবে মাশুল।