কামাল চৌধুরী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অকাল প্রয়াত সাইফের অসহায় পরিবারকে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নে অবস্থিত সাইফের নানার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে উক্ত চেক তুলে দেয়া হয়। সাইফের উন্নত চিকিৎসার জন্য গঠিত “চিকিৎসা ফান্ড”- এর পক্ষে চেক প্রদান করেন এই ফান্ডের উদ্যোক্তা ও সংগঠক চবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, পিবিআই,চট্টগ্রাম মেট্রো’র পুলিশ পরিদর্শক আবু জাফর মোঃ ওমর ফারুক (ওসি ফারুক)।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কবির হাট সরকারি কলেজের প্রভাষক সফিকুল ইসলাম সাজু, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম আজাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নুরনবী মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী কেফায়েত উল্যাহ জাবেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এই উদ্যোগের সাথে জড়িত নোবিপ্রবি ও চবি’র নিবেদিতপ্রাণ শিক্ষার্থীরা। এ সময় তাঁরা প্রিয় সাইফের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকার্ত পারিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সাইফের চিকিৎসার জন্য যারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, সকলের স্নেহের সাইফের দু’টি কিডনি অকেজো হওয়ায় কিডনি সংযোজনের জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে দূর্ভাগ্যজনকভাবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়। পরে কোভিড চিকিৎসার জন্য তাকে ঢাকার মুগদা কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯আগষ্ট সবাইকে কাঁদিয়ে সকলের ভালোবাসার সাইফ পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যায়।