সাকিবের ‘বিজয় শোভাযাত্রা’য় জনতার ঢল

0
243

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আগামী ৭ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা সকলে যার যার এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই একসঙ্গে কাজ করে মাগুরার দুটি আসনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার পূর্বে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ শোভাযাত্রায় জনতার উপচেপড়া ঢল সবার চোখে পড়ে।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরে বিজয় শোভাযাত্রা বের করে। এ সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হক, সহসভাপতি আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় অংশ নেন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here