নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটার খোকন চন্দ্র দাস(৬৩) করোনা আক্রান্ত হয়ে আজ বিকের ৪.৩০মিনিটের সময় নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জানা যায়, তিনি গত ৫/৬দিন যাবত করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে শারিরীক অসুস্থ্যতায় ভুগছেন। সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করে আজকে বিকেলে কার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
মৃত্যুবরনকারী খোন চন্দ্র দাস এর শেষকৃত্য সোনাপুর স্মশানে অনুষ্ঠিত হবে এবং তার পরিবার হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় সুবর্ণচর উপজেলায় সর্বোচ্চ ১২জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ৫৬জন, মোট মৃত্যু ২জন, মোট সুস্থ্য হয়েছেন ১৫জন।
এদিকে সুবর্নচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজন কর্মকর্তা পরিবারসহ আক্রান্ত হওয়ায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়েলা সুলতানা ঝুমা লকডাউন ঘোষণা করেন। সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।