আব্দুল বারী বাবলু: নোয়াখালীর সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়ন থেকে রাহেনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। রাহেনা আক্তার একই উনিয়নের চর বায়েজিদ গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী। আজ শনিবার সকালে তার স্বামীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন সুবর্ণবার্তাকে জানান, শনিবার সকালে রাহেনা আক্তার এর স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
এ,আর