নিজস্বপ্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ২নং চরবাটার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের সেন্টার বাজার এলাকায় ইটবাহী ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র শাকিল(১৪) নামে এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে সাজিদ(১৩) নামে ১জন । আজ রবিবার বিকাল ৩.২০টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়েনের মৃত আবু তাহেরের ছেলে।
ইটবাহী ট্রাক্টর ট্রলিটি নুরানী গ্রুপ অব ইন্ডাস্ট্রির বলে স্থানীয় সুত্রে জানা যায়।
চরজব্বার থানার ওসি(তদন্ত) ইব্রাহীম জানান, রবিবার বিকাল ৩ টার দিকে একটি মাটিবাহী ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক স্কুল ছাত্র শাকিল নিহত হয় এবং সাইকেলের অপর এক যাত্রী আহত হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।