নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নিজ বাড়ির পুকুরে গোসল করার সময় পানিতে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার আবুল হোসেন(৭০) মারা গেছেন।
সোমবার(১৫জুন) আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় উপজেলার চরজুবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেনের ছোট ছেলে কাজী আবুল বাসার জানান, সকালে তিনি বাড়ির পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যান।
চরজব্বার থানা পরিদর্শক(তদন্ত) মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।