আরিফুর রহমান: বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) সুবর্ণচর শাখার কার্যকারী কমিটি গঠিত হয়েছে। গোপন ভোটের মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরের জন্য এ কমিটি গঠন করেন সংগঠনের সদস্য বিভিন্ন ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধিরা।
বুধবার(১০ জানুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) সুবর্ণচর শাখার সকল সদস্যদের আনন্দমুখর উপস্থিতিতে সুবর্ণচর উপজেলার চরবাটা নিমন্ত্রন কমিউনিটি সেন্টারে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।
এতে ৭৬ ভোটের মধ্যে ৩৯ভোট পেয়ে নুভিস্তা ফার্মার মোহাম্মদ তারেক উদ্দিন কমিটির সভাপতি ও ৪৪ ভোট পেয়ে অপসোনিন ফার্মার মো. ফয়েজ আহমেদ সাধারণ সম্পাদক এবং নুরে আলম ধর্মপুরী ৬৪ ভোটে কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
দীর্ঘ চার বছর পর এ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে।নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল, আরিফুর রহমান, মো.ছানা উল্যাহ।
নির্বাচন পরিচালনা করবেন ম্যানেজার মোশারেফ হোসেন, মহিউদ্দিন,কামাল উদ্দিনন ও সিনিয়র এমপিও রা।