হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাথে মেঘনা নদী থেকে মঙ্গলবার (২জুন) সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে লাশটি ভেসে যাচ্ছে দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের গায়ে কোন আগাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান নলের চর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তদন্ত কর্মকর্তা মো: আব্দুল হালিম। হাতিয়া থানার অফিসিয়াল পেইজে লাশের ছবি দিয়ে এর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আবুল খায়ের জানান, লাশটি বর্তমানে মর্গে পাঠানো হয়েছে। এর রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ আর/সুবর্ণবার্তা