অ্যাপেন্ডিসাইটিস হলে আস্তে আস্তে পেটে ব্যথা বেড়ে যায়। চিকিৎসকদের মতে, শরীরের ডান দিকে অ্যাপেন্ডিসাইটিস থাকলেও ব্যথার সূত্রপাত ওই দিক থেকে না-ও হতে পারে। তবে, এই ব্যথা শুরু হয় সাধারণত নাভির চার পাশে।
বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ বিষয় হল, সকলের অ্যাপেন্ডিসাইটিস এক জায়গায় থাকে না। অনেক সময়ে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্রের জাংশনের নীচের দিকে তা ঝুলতে পারে, কখনও খাদ্যনালির পিছনে থাকে, এ ক্ষেত্রে ব্যথা কম হয়। আবার কারোর ক্ষেত্রে অনেকটা উপরে উঠে অ্যাপেন্ডিসাইটিস লিভারের নীচেও চলে আসতে পারে। এ ক্ষেত্রে ব্যথা লিভারের ঠিক নীচে হতে পারে।
সময়মতো অস্ত্রোপচার করা না গেলে বা সমস্যা ধরা না পড়লে অ্যাপেন্ডিসাইটিসের কারণে মৃত্যুও হতে পারে। জেনে নিন অ্যাপেন্ডিসাইটিস হলে কীভাবে বুঝবেন-
১. বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সাধারণত নাভির কাছ থেকে শুরু হয়ে পেটের ডান দিকের নিচের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে।
২. জ্বর আসার সম্ভাবনা থাকে। তবে সবার ক্ষেত্রে জ্বর আসে না। শরীরের তাপমাত্রা হেরফের করে।
৩. খেতে ইচ্ছা করে না। হজমে সমস্যা হয়। সেখান থেকে শুরু হয় বমি।
৪. হাঁটাচলা করলে, বসে ওঠার সময়, অথবা সিড়ি দিয়ে নামার সময় ব্যথা হতে পারে।
৫. কিছুক্ষেত্রে রোগীর পেট খারাপও হতে পারে।
৬. ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে।