ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পরপরই বেনাপোলসহ শার্শা, নাভারণ, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। কমেছে আমদানি। গত তিনদিনে বন্দর দিয়ে মাত্র দুই ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে মঙ্গলবার সকাল থেকে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। দাম আরো বাড়বে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ চেয়েছে তারা।
ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণার পরই এর প্রভাব পড়েছে আমদানির বাজারে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্য ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্রেতারা।
বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫/২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিনে মাত্র দুই ট্রাক পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে ভারত থেকে। ভারতে বাড়তি শুল্ক দিয়েই এ পেঁয়াজ আমদানি করেন আমদানিকারবকরা।