নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আরও এক বছর একই পদে থাকছেন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাকে চুক্তিভিত্তিক ফের নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ২০ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে তার নতুন এই মেয়াদ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং এ সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে পরবর্তী এক বছর মেয়াদে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
পৃথক এক প্রজ্ঞাপনে অবসরের সুবিধার্থে গতকাল অশোক কুমার দেবনাথকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয়। অবশ্য এখন আর এই আদেশের কার্যকারিতা থাকবে না। তিনি ইসি সচিবালয়েই দায়িত্ব পালন করে যাবেন।