একাধিক জন্মনিবন্ধন বাতিল করতে নতুন নিয়ম চালু

0
270

একের অধিক জন্মনিবন্ধন থাকলে তা বাতিল করতে নতুন নিয়ম চালু করেছে সরকার।

যাদের অনলাইনে একাধিক জন্মনিবন্ধন রয়েছে তারা নতুন নিয়ম অনুযায়ী সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

নতুন এই নিয়ম জানিয়ে সারাদেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’।

গত ৫ জুলাই পাঠানো চিঠিতে বলা হয়, এ সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

এর আগের নিয়মে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করা যেত। কিন্তু নতুন এ নিয়মের ফলে এখন প্রথমটি রাখার বাধ্যবাধকতা নেই। নিজের সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে অন্যগুলো বাতিল করা যাবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here