চলন্ত গাড়ির ওপরে গিয়ে পড়ল কনটেইনার, ৫ আরোহী বেঁচে আছেন

0
424

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় প্রাইভেট কারের ওপর ছিটকে পড়ে ৪০ টন ওজনের একটি কনটেইনার। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান গাড়ির ভেতরে থাকা পাঁচ আরোহী। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি আটক করেছে হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকালে কনটেইনারবাহী লরিটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। এ সময় পাশ দিয়ে প্রাইভেট কারে পাঁচ আরোহী যাচ্ছিলেন। ধাক্কা খেয়ে লরিতে থাকা মালবাহী কনটেইনার ছিটকে পড়ে পাশের গাড়ির ওপর। এতে গাড়ির ভেতরে চাপাপড়া যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। প্রায় ৪০ মিনিট পর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক উজ্জ্বল ঘোষ প্রথম আলোকে বলেন, লরিটি কেডিএস কোম্পানির মালামাল বহন করছিল। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে কেউ বাঁচার কথা নয়। যাত্রীদের ভাগ্য ভালো। গাড়ির চালকসহ আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here