ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন প্রধান উপদেষ্টা?

0
18

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসের পাঠানো বার্তাটি পোস্ট করা হয়।

ট্রাম্পের শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ী হওয়ায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’

আপনাকে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করা এটাই প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে অনুরণিত হয়েছে।

ট্রাম্পের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন ড. ইউনূস।

তিনি বলেন,
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার (ট্রাম্পের) পূর্ববর্তী মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে তিনি এমন কীর্তি গড়েছেন, যা তার আগে সম্ভব করতে পেরেছিলেন মাত্র একজন।

বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।

ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here