তাসকিনকে বাদ দেয়ার কারণ খুঁজে পাচ্ছেন না মাশরাফী

0
140

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। কাগজে-কলমে এখনও টিকে থাকলেও ভারতের ভারতের বিপক্ষে হারের পর টাইগারদের সেমিফাইনালের আশা তেমন একটা নেই বললেই চলে। ভারতের বিপক্ষে দলের বাজে পারফরম্যান্সের পর চটেছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা। এই তালিকায় আছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের একাদশ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী। নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তাসকিনকে না নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি।

ম্যাশ লিখেছেন, ‘সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিলে এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদীকে খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাঁহাতি ছিল। এমনিতে দল রান করতে পারছেনা সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল। আজও মেহেদী খেলেছে এবং ভালো বলও করেছে কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি।’

তাসকিনকে কেন নেয়া উচিত ছিল, সে পক্ষে যুক্তিও দেখিয়েছেন সাবেক অধিনায়ক, ‘যতটুকু জানি, ২০২২ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সঙ্গেই সে শুধু উইকেটলেস ছিল, তারপর আবার বিগত দুই বছর তার ইকোনমি রেটও সাত এর নিচে। সুতরাং, এটা পরিস্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাহিরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি।’

একাদশ নিয়ে হতাশা প্রকাশ করলেও দুই তরুণ বোলারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যাশ, ‘তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ। দুজনই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই দরকার ছিল।’

দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে মাশরাফী বলেন, ‘বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোনো বিকল্প নাই। কারণ সবসময়ই স্লো উইকেট পাওয়া সম্ভব না। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক। সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এই সব টুর্নামেন্টে ফলাফল আশা করা যাবে না। আরও একটা ম্যাচ বাকি, ইনশাল্লাহ ভালোভাবে শেষ হোক সেই আশাই করি। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here