দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

0
246

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ক্রমেই বাড়ছে মুসল্লিদের ভিড়। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার থেকে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনার কথা রয়েছে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদের।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ- এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

শেষ পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে আবার কেউবা পায়ে হেঁটে ইতোমধ্যেই দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এমন ঢল অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশকিছু নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, প্রথম পর্বের মতো এ পর্বেও নিরাপত্তা ব্যবস্থা একইভাবে অব্যাহত রয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here