নীরবতা ভেঙে যা করলেন শাকিব খান

0
25

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ভক্তদের কাছে তিনি মূল্যায়নের শীর্ষেই রয়েছেন। কিন্তু ছাত্র আন্দোলনে নীরব থাকায় শাকিব খান সমালোচনার পাত্র হয়েছেন। সেই নীরবতা ভেঙে এবার তিনি তার প্রতিষ্ঠান থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শাকিব খান তার কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান ‘রিমার্ক হারল্যান’-এর মাধ্যমে বন্যা-পরবর্তী সময়ে কয়েক হাজার বানভাসি মানুষকে ত্রাণ দেয়া হয়েছে।

বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফেরেনি দেশের অনেক অঞ্চল। বন্যা-পরবর্তী রোগবালাই ও ভারী খাবারের সংকট বিরাজমান। এমন বানভাসি কয়েক হাজার মানুষ বন্যা-পরবর্তী ত্রাণ সহায়তা পেয়েছে।

স্মরণকালের বন্যা আঘাত হানে দেশের বুকে। বন্যা কবলিত মানুষের পাশে সাধারণ মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছুটে গেছে। একাধিক সংগঠনের ফান্ডে অর্থ দিয়ে পাশে ছিল শাকিব খানের রিমার্ক হারল্যানও। সোমবার (৯ সেপ্টেম্বর) রিমার্ক হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম চাঁদপুর গিয়ে বন্যা-পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন।

রিমার্ক হারল্যানের পক্ষ থেকে ত্রাণ দেয়ার বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তিনি আগেই জানিয়েছিলেন, মানুষের কল্যাণে রিমার্ক হারল্যান সবসময় রয়েছে।
বর্তমানে বন্যার অবস্থা কিছুটা ভালোর দিকে তবে চাঁদপুরের অনেক অঞ্চলে এখনো বন্যার পানি রয়েছে। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর এলাকায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here