নোয়াখালী সুবর্ণচরের ইউএনওর নম্বর ক্লোন করে টাকা দাবি

0
32

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে।  সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ আল আমিন সরকার।

তিনি জানান, প্রতারক চক্র তার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে ফোন দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের কল করা হয়েছে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরেছেন। তারা বিষয়টি আমাকে অবগত করেন। পরে আমি তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে সবাইকে সাবধান হতে আহ্বান জানাই।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে থানায় মৌখিক ভাবে জানিয়েছেন । সেই সঙ্গে কারা সিমটি ক্লোন করেছে তাদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here