বন্ধ হয়ে যাবে যেসকল মোবাইল সেট, চেক করুন এখনই

0
228

নিবন্ধনবিহীন সকল মোবাইল ফোন খুব তাড়াতাড়ি দেশের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিজেদের ওয়েব সাইটে মোবাইল ফোনের নিবন্ধন যাচাই সংক্রান্ত একটি নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

বিটিআরসি জানিয়েছে, ব্যবহৃত মোবাইল ফোনে যে কোন ১টি সচল সিম কার্ড ব্যবহার করে ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি বড় অক্ষরে KYD টাইপ করে ১টি স্পেস দিয়ে মোবাইল ফোন সেটের ১৫ ডিজিটের ইএমইআই (IMEI) নম্বরটি লিখে, এরপর সেটা ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

অর্থাৎ ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<স্পেস>মোবাইল ফোন সেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখতে হবে।

মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানা না থাকলে ডায়াল অপশনে গিয়ে *#০৬# চাপলে আইএমইআই নম্বর পাওয়া যাবে। এছাড়াও মোবাইলের বক্সে কিংবা মোবাইলের পেছনে একটি স্টিকারেও এই নম্বর লেখা থাকে।

neir.btrc.gov.bd ওয়েব লিংকে গিয়ে বিদ্যমান সিটিজেন পোর্টাল থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সম্পর্কে আরও জানতে ডায়াল করুন বিটিআরসি’র হেল্পডেস্ক নম্বর ১০০ অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here