শিগগিরই দেশে জ্বালানি তেলের দাম কমছে

0
245

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি মার্চেই দেশে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম কমবে। রোববার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, শিগগিরই দেশে প্রথমবারের মতো নতুন ফর্মুলায় জ্বালানি তেলের দাম ঘোষণা করা হবে। চলমান মাসেই গ্রাহক পর্যায়ে দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, জ্বালানি তেলের নতুন দাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তার তরফ থেকে প্রস্তাবিত দরের অনুমতি পাওয়ার পর এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করবে সরকার। প্রাথমিকভাবে চলতি মাস থেকেই এ পদ্ধতি কার্যকর হবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here