সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।
ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য এই শিরোনামে সুবর্ণচর উপজেলা পূর্ব চরবাটা ইউনিয়ন অধীনস্থ সাবাব নগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩,১৪ই মার্চ সোমবার মঙ্গলবার দুইদিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা যুবলীগ নেতা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল কামরুল হোসেন টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং পূর্বচরবাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিরঞ্জন দেব নাথ,সহকারী শিক্ষক নুর উদ্দিন, রেনু বাজার জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,আবু তাহের মিয়ার হাট বে-সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন হাবিব,আকবর হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা ফিরোজ আলম টিটু,খালিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরের নেছা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, উচ্চ লাফ, পাতিল ভাঙ্গা, -চাকতি-গোলক নিক্ষেপ,বস্তা দৌড়, চেয়ার খেলা,বেত খেলা,কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি,দেশাত্মবোধক গান, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ,, সাধারন মানুষের জন্য পাতিল বাঙ্গা,হাঁস দরা,কলাগাছ লাপানো, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।