সুবর্ণচরে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

0
527

সুবর্ণবার্তা প্রতিবেদক।।

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের সেলিম বাজার সংলগ্ন ১০নং আশ্রয়ণ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। তবে তাৎক্ষণিক তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

নিহত মো. জসিম উদ্দিন (৩৫) চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের সেলিম বাজার সংলগ্ন ১০নং আশ্রয়ণের মো. নূর করিম বাহারের ছেলে। সে পেশায় একজন রিকশাচালক ছিলেন।

শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে নয়টায় ২নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের সেলিম বাজার সংলগ্ন ১০নং আশ্রয়ণের নিজ গৃহে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন যাবৎ মো. জসিম উদ্দিন মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here