সুবর্ণচরে শিক্ষক দিবস পালিত

0
395

আব্দুল বারী বাবলু।।

দেশব্যাপী শিক্ষক দিবসের অংশ হিসেবে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর” এ স্লোগানকে ধারন করে সুবর্ণচরে প্রথমবারের মতো শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

চরবাটা আরজি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার সাধারণ সম্পাদক মো.গোফরান উদ্দিন এর পরিচালনায় সৈকত সরকারি কলেজ অধ্যক্ষ মো.মোনায়েম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মর্কতা সহিদুল করিম, শিক্ষা কর্মকর্তা আব্দুর জাহের,মহিলা বিষয়ক কর্মর্কতা মোহিতুল ইসলাম, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সুবর্ণচর সভাপতি মোহাম্মদ. শামচ্ছুজামান নিজাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী আক্কাছ ও শাখাওয়াত উল্যাহ, সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, এছাড়াও প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, বিভিন্ন কলেজের প্রধান শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকদের মর্যাদা, দিবসটির তাৎপর্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্যরা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here