সুবর্ণবার্তা প্রতিবেদক।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ দশ বছর পর নোয়াখালীর সুর্বণচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মো হানিফ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় সুর্বণচর উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুরু হয়। সন্ধ্যায় দলীয় কাউন্সিলের মাধ্যমে সম্মেলনের শেষ হয়।
সুর্বণচর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্যাহ বি.কম এর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান সাবেক সাংসদ মাহমুদুর রহমান বেলায়েত, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংসদ সদস্য ফরিদা খানম সাকি, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রমুখ।
কাউন্সিলের মাধ্যমে সম্মেলনে সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মো হানিফ চৌধুরীর নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।