সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

0
302

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর। এরপর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই দুই টুর্নামেন্টের মাঝে একটি ‘স্যান্ডউইচ’ সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য আগামী ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে। সিরিজের সবকটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবারাত্রির সব ম্যাচগুলো দুপুর ২টা থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর আগামী নভেম্বরে ২টি টেস্ট খেলতে আবার বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটি খেলতে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে সফরকারীরা।

সূচি অনুযায়ী, প্রথম টেস্টটি হওয়ার কথা রয়েছে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও দ্বিতীয় টেস্ট চলবে ৬ থেকে ১০ ডিসেম্বর। যদিও টেস্টের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টেস্ট খেলতে আসছে কিউইরা।

এদিকে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল। টুর্নামেন্টটি খেলতে আগামী ২৬ আগস্ট দেশ ছাড়বে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগাররা। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ।

গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে, তাহলে টুর্নামেন্টের পর একদিনও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। ঠিক তিনদিন পর নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে।

অন্যদিকে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেও তেমন বিশ্রামের সুযোগ নেই টিম টাইগার্সের। সিরিজ শেষের পরদিনই অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ভারতের বিমান ধরবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর গুঁয়াহাটিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here