সোনার খনি ধসে মালিতে ৭০ জনেরও বেশি প্রাণহানি

0
237

আফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে এ ঘটনা ঘটে।
মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দেশটির ন্যাশনাল জিওলোজি ও মাইনিং ডিরেক্টেরেটের সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। দেশটির ন্যাশনাল জিওলোজি ও মাইনিং ডিরেক্টরেটের সিনিয়র কর্মকর্তা করিম বেথে এটিকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে বিস্তারিত জানান।

দুর্ঘটনার শিকার সোনার খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন।’

স্থানীয় কাউন্সিলর নিহতের একই সংখ্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।

মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। ২০২২ সালে দেশটি ৭২.২ টন সোনা উৎপাদন করেছিল। দেশটিতে স্বর্ণ জাতীয় বাজেটের ২৫ শতাংশ, রফতানি আয়ের ৭৫ শতাংশ ও মোট দেশীয় পণ্যের ১০ শতাংশ অবদান রেখেছিল সেই বছরে।

মালির ২০ লাখেরও বেশি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি তাদের আয়ের জন্য খনি খাতের উপর নির্ভর করে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here