সড়ক সংস্কার করলো ৪নং চরওয়াপদা স্টুডেন্টস এসোসিয়েশন এর স্বেচ্ছাসেবীরা

0
798

সুবর্ণবার্তা প্রতিবেদক।।

নোয়াখালীর সুবর্ণচরে উজেলার আল আমিন বাজার থেকে থানার হাট সড়কটি সংস্কার করলো চরওয়াপদা স্টুডেন্ট এসোসিয়েশনের স্বেচ্ছাসেবীরা।

উক্ত সড়কের আল আমিন বাজার নূরানী মাদ্রাসার পূর্ব পাশে ফিদাপ এগ্রো সংলগ্ন পানি নিষ্কাশনের জন্য রাস্তার নিচ দিয়ে ১টি পাইপ দেয়ার কারণে দুপাশে বড় ২টি গর্ত হয়ে যায়। এতে উক্ত স্থানে বেশ কিছু সড়ক দূর্ঘটনা সংঘোটিত হয়েছিল। সামান্য অসাবধানতার কারণে আরো মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়।

শুক্রবার (১৫ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় চরওয়াপদা স্টুডেন্টস এসোসিয়েশন এর সেচ্ছাসেবীদের অংশগ্রহণে সড়কের গর্ত গুলো সংস্কার করা হয়েছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here