১০ মাস পর মাঠে নামছে সাবিনারা

0
428

প্রায় ১০ মাসের লম্বা বিরতির পর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে খেলা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মাঠে গড়াবে ফিফা প্রীতি ম্যাচটি।

এর আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দর্শকদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।

সাবিনার ভাষ্যমতে, আমাদের জন্য এই সিরিজটা কঠিন হবে, যেহেতু গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় নেই। নেপাল চাইবে আমাদের হারাতে। কারণ, গত সাফের ফাইনালে ওরা আমাদের কাছে হেরেছিল। তবে আমাদের যত সমস্যাই থাকুক, জিততে চাই। তবে মাঠে নামলে বোঝা যাবে, আসলে কোথায় দাঁড়িয়ে আছি আমরা।

সবশেষ ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারায় সাবিনার দল। এরপর আর মাঠে দেখা যায়নি লাল-সবুজদের। ফেলে আসা সময় বাদ দিয়ে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে মনোনিবেশ করতে চান সাবিনা।

অন্যদিকে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচেই জয় তোলা লক্ষ্য নেপালের। দলটির কোচ অনন্ত থাপার ভাষ্য, সাফের ফাইনালে মূল স্ট্রাইকার সাবিত্রা ভাণ্ডারিকে ডেঙ্গুর কারণে পাইনি। এবার সে ফিরেছে। প্রীতি রায়ের চোট ছিল, সেও ফিরেছে। এখন আমাদের দলের মান তখনকার চেয়ে এখন অনেক ভালো। এ ছাড়া দলের স্পিরিটও বেশ উন্নত। আমরা অবশ্যই জয়ের চেষ্টা করবো এবং যে পরিকল্পনা, সেটা মাঠে প্রয়োগের চেষ্টা করবো।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here