৪শ আসনে জয়ের প্রত্যাশা মোদির, কটাক্ষ মমতার

0
207

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ৪০০ আসনে জয় পাবে বিজেপি। মঙ্গলবার (১৬ এপ্রিল) শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় গিয়ে এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ২শর বেশি আসন বিজেপির কপালে জুটবে না বলে পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর মাত্র একদিন। এরপরই শুরু হবে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণে ব্যস্ত সময় পার করছেন হেভিওয়েট প্রার্থীরা।

মঙ্গলবার বালুরঘাটে দলীয় নির্বাচনী সভা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,
আগামী ৪ জুন নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যাবে, ৪০০ আসনেই জয় পাবে বিজেপি।

এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি মমতার কঠোর সমালোচনা করেন এ বিজেপি নেতা।

তবে, বাকযুদ্ধে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাও। মোদির এমন বক্তব্যে ভবিষ্যৎবাণী করে তিনি বলেন,
দুশ আসনও পাবে না বিজেপি। আর সিএএ তো কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না।

আগামী ১৯ এপ্রিল ভারতের ২১ রাজ্যে প্রথম দফায় ১০২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই হাজার প্রার্থী। চলতি বছর দেশটিতে ২ হাজার ৬শ ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনী যুদ্ধে লড়াই করবে। আর ভোট দেবেন প্রায় ৯৭ কোটি ভোটার।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here