৪৬তম বিসিএসে প্রিলি কবে, যা বলছে পিএসসি

0
237

সরকারি কর্ম কমিশন (পিএসসি) পিএসসি এখন অনেকটাই ভারমুক্ত। এ অবস্থায় কবে নেওয়া হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি, সেই তারিখ ঠিক করার কাজ করছে পিএসসি। এ বিষয়ে সিদ্ধান্ত আগামী দুই দিনের মধ্যেই হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানতে চাইলে পিএসসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘আগামী মার্চের প্রথম ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারি নেওয়া হতে পারে। রোজার আগেই এই পরীক্ষা নেওয়ার চেষ্টা আছে আমাদের। পরীক্ষার তারিখ আর দুই–তিন কর্মদিবসের মধ্যেই ঠিক করা হতে পারে। হলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

৪৬তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া শেষ। এ পর্যন্ত এই বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন সদস্য বলেন, ‘শেষ পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে, যা একেবারে কম নয়। যাঁরা বলেছিলেন আবেদনে ভাটা পড়েছে, তাঁরা ঠিক বলেননি।’

গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। এই বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here