টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন হাসারাঙ্গা

0
442

২৬ বছর বয়সে মাত্র ৪ ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ঠিক কেন এই আকস্মিক সিদ্ধান্ত, তার ব্যাখাও দিয়েছেন তিনি। মূলত সীমিত ওভারে নিজের ক্যারিয়ারকে দীর্ঘ করতেই এই সিদ্ধান্ত।

মঙ্গলবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেটকে আর টেস্ট খেলতে না চাওয়ার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন এ লেগ স্পিনিং অলরাউন্ডার। সাদা বলে শ্রীলঙ্কার অন্যতম বড় অস্ত্র হাসারাঙ্গা অবশ্য টেস্টে ছিলেন বেশ অনিয়মিত। ৪ টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি তিনি খেলেছেন ২০২১ সালে। পাল্লেকেলেতে সেই ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে।

ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করা হাসারাঙ্গার টেস্ট অভিষেক হয়েছিল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। সেঞ্চুরিয়নে একমাত্র টেস্টে বোলিং করে ৪ উইকেট নিয়েছিলেন এ লেগ স্পিনার। এরপর আরও তিনটি ম্যাচ খেললেও উইকেটের দেখা পাননি।

রমেশ মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়াদের সঙ্গে স্পিনার হিসেবে টেস্ট দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এমনিতেও পিছিয়ে ছিলেন হাসারাঙ্গা। তবে ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেললেন তিনি। অবশ্য এ বছরও প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এ লেগ স্পিনার।

শ্রীলঙ্কা ক্রিকেটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আর টেস্ট খেলতে না চাওয়ার পেছনে সীমিত ওভারের ক্রিকেট দীর্ঘায়িত করার ইচ্ছাকেই কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ‘আমরা তার সিদ্ধান্ত মেনে নিয়েছি। হাসারাঙ্গা সামনের দিনগুলোয় আমাদের সাদা বলে গুরুত্বপূর্ণ অংশ হবে বলে আত্মবিশ্বাসী আমরা।’

সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে দীর্ঘ সংস্করণকে বিদায় বলা শ্রীলঙ্কান ক্রিকেটেও নতুন নয়। ২০১১ সালে মাত্র ২৭ বছর বয়সেই টেস্ট থেকে অবসরে যান লাসিথ মালিঙ্গা। ২০২০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here