বাংলাদেশকে আইসিসির জরিমানা

0
288
Bangladesh's Liton Das walks back to the pavilion after his dismissal during the 2023 ICC Men's Cricket World Cup one-day international (ODI) match between England and Bangladesh at the Himachal Pradesh Cricket Association Stadium in Dharamsala on October 10, 2023. (Photo by ARUN SANKAR / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by ARUN SANKAR/AFP via Getty Images)

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ দল। ইংলিশদের ৩৬৫ রানের জবাবে ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। জয়ের ক্ষত শুকাইতে না শুকাইতে আবারও দুঃসংবাদ পেল সাকিব বাহিনী। ইংল্যান্ডের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য বাংলাদেশ দলকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল প্রদেশের ধর্মশালায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। হারের পাশাপাশি মন্থর বোলিংয়ের কারণে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা হয়েছে টাইগারদের।

গতকাল ধর্মশালায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ৫০ ওভার বল শেষ করতে পারেননি বাংলাদেশ। ১ ওভার কম বল করে সাকিবের দল। তাই আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা গুণতে হয়েছে টাইগারদের। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী জরিমানা করেন।

প্রথমে ব্যাটিং করে ডেভিড মালানের ১৪০ রানের বিধ্বংসী শতকে ৯ উইকেটে ৩৬৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে শেখ মেহেদী ৪টি উইকেট শিকার করেন। জবাবে ৪৮.২ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানরা। ওপেনার লিটন দাস ৭৬ ও মুশফিকুর রহিম ৫১ রান করেন। রিসি টোপলি সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। ফলে ১৩৭ রানে হারে বাংলাদেশ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here