টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

0
289

রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন টাঙ্গাইলে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে জেলার তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

রেজাউল করিম বলেন, ‘রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে টাঙ্গাইল রেল স্টেশনের কাছে তারাবাড়ি এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিনের পাশের লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছাবে।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here