সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

0
242

টানা সাড়ে ৬ ঘণ্টা বন্ধের পর দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে যাতায়াতে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল আবার শুরু হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টায় আবার ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, রাত ১২টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ২টার দিকে তীব্র কুয়াশার ফলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ জন্য দুর্ঘটনা এড়াতে নৌরুট দুটিতে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ঘাটের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ গণমাধ্যমকে জানান, কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here