ঢাকায় আওয়ামী লীগের জনসভা, যেসব সড়ক বন্ধ থাকবে আজ

0
237

রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আজ সোমবার (১ জানুয়ারি) নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জনসভার জন্য কিছু সড়কে ডাইভারশন চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পয়েন্টসমূহ হলো সায়েন্সল্যাব ক্রসিং, পান্থপথ ক্রসিং, ধানমন্ডি ২৭ নম্বর রোড ক্রসিং ও ধানমন্ডি ৩ নম্বর রোড ক্রসিং।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মিরপুরের গাবতলী থেকে রাসেল স্কয়ার ও আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ধানমন্ডি ২৭ নম্বর রোডে ডানে মোড় নিয়ে শংকর-ঝিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে। পাশাপাশি নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২ নম্বর রোডে বামে মোড় নিয়ে ঝিগাতলা-শংকর-ধানমন্ডি ২৭ নম্বর রোড হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এছাড়াও রেইনবো, এফডিসি থেকে রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here