১৬ বছর পর নিলামে স্বর্ণ বেচল বাংলাদেশ ব্যাংক

0
254

প্রায় ১৬ বছর পর নিলামে স্বর্ণ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন মানের ২৫ কেজি ৩১২ গ্রাম স্বর্ণ বিক্রি করা হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ টাকায়।

বুধবার (৩ এপ্রিল) সব প্রক্রিয়া শেষে ক্রেতা প্রতিষ্ঠান ভেনাস জুয়েলার্সের কাছে এসব স্বর্ণ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনী ও সংস্থার অভিযানে আটক স্বর্ণ থেকে সাড়ে ২৫ কেজি বিক্রি করা হয়েছে।

এই স্বর্ণ বিক্রি করতে ২০২২ সালের নভেম্বর দেশের চারটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল বলেও জানান মুখপাত্র।

তিনি বলেন, তখন বলা হয়েছিল, ২৫ দশমিক ৩১ কেজি সোনা বিক্রি হবে। কিন্তু সে সময় উপযুক্ত ক্রেতা না পাওয়ায় দ্বিতীয়বার নিলাম ডাকে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় বারের নিলামে অংশ নেয় ভেনাস জুয়েলার্স।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here