দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলার তপশিল ঘোষণা

0
245

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ১৬১টি উপজেলার তপশিল ঘোষণা হয়েছে, ভোটগ্রহণ আগামী ২১ মে।

সোমবার (০১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এ নির্বাচনের তপশিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তপশিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

এবার চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদে নির্বাচন হবে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ৮ মে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here