বিশ্ববাজারে ফের স্বর্ণের দরপতন

0
371

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো কমেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। ফলে ধাতুটির দরপতন ঘটেছে। এ নিয়ে টানা দুই দিন স্বর্ণের মূল্য হ্রাস পেল।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নাসডাক এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়, আগামী সপ্তাহে বৈঠকে বসবে ফেডারেল রিজার্ভ। এর আগে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে আপাতত স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে গুরুত্বপূর্ণ ধাতুটির দর নিম্নমুখী হয়েছে।

শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১ হাজার ৯৬০ ডলার ৩৬ সেন্টে। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ৯৬৯ ডলার।

একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯৬২ ডলার ২০ সেন্টে। আগের দিন যা ছিল ১ হাজার ৯৭২ ডলার ১০ সেন্ট।

এরই মধ্যে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ ড্যানিয়েল প্যাভিলোনিস বলেন, সাধারণত আমরা সুদের হারের সিদ্ধান্তের আগে স্বর্ণের বাজার নমনীয় হতে দেখতে পাবো। আমি মনে করি, অদূর ভবিষ্যতে সুদের হার কিছুটা শক্তিশালী হতে চলেছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here