মহারণ পরিত্যক্ত হলে দুঃসংবাদ পাবে বাংলাদেশ

0
380

সুপার ফোরে টানা দুই হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় ঘণ্টা বেজে গেলেও কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশ। তবে সেজন্য ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। দুই চিরপ্রতিদ্বন্দী গতকাল মুখোমুখি হলেও খেলা শেষ করতে পারেনি বৃষ্টির বাগড়ায়। আজ আরও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে। শেষ পর্যন্ত যদি ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়, পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল। তখন ফাইনালে ওঠার হিসাবটা কী দাঁড়াবে?

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ—সুপার ফোর থেকে কোন দুই দল উঠবে ফাইনালে। ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বাংলাদেশ। কারণ পাকিস্তানের পয়েন্ট তখন হবে ৩, ভারতের হবে ১। এ ছাড়া ভারত-শ্রীলঙ্কা ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় শ্রীলঙ্কার পয়েন্টও হবে ৩।

অন্যদিকে, শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট হবে ৪, ভারত জিতলে তাদের হবে ৩। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে যে কোনো ব্যবধানে হারালেও লাভ হবে না বাংলাদেশের। কারণ বাংলাদেশের পয়েন্ট থাকবে ২।

নির্ধারিত দিনে গতকাল (রোববার) ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এদিন টসের পর নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও প্রথম ইনিংসে ২৪.১ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। দুই দল কমপক্ষে ২০ ওভার করে খেলতে পারলে ম্যাচের ফল পাওয়া যেত।

হতাশার খবর হচ্ছে, আজ রিজার্ভ ডেতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) আজ খেলা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কলোম্বোতে বৃষ্টি হচ্ছে। তাই নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ানোর সুযোগ নেই বললেই চলে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া নির্ভরযোগ্য ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকালের চেয়ে আরও বেশি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here